উষ্ণতাভুক তৃষ্ণারা ওই দুঃসহ পাপাচারে
কুয়াশামাখা চোখের শত লোমহর্ষক ভয়
দূর হয়ে যায় সব--- পেলে  উষ্ণতার স্বাদ!


রসপোড়া বিজ্ঞ চেনে-  খয়েরি নলেন গুড়স্বাদ,
ফুলে থাকা ভাঁপা পিঠা থাবলে ধরছে
খায় আর গীত গায় ক্রমশ শীৎকারে
আমার পিতার চোখে পাপোৎসব তা-ই !


ওরা সব উপভোগী কু-রস ধনিক
আমার পথের পাশে কত খোলামেলা পিঠা
আমি বলি ঢেকে রাখো গরম চাদরে
ওরা কত ভোগশূন্য দুঃখ-ভোগী আহা
পিঠাভুক পতিতেরা উষ্ণতৃষ্ণাপাপী!