দল বেঁধে সব আয় রে ছুটে প্রার্থনাতে আয়,
প্রার্থনার এই সময় গেলে হব নিরুপায়।
অলীক খোদা-ঈশ্বর ভুলে কর্মকারণ খুঁজি,
নূর-জ্যোতি বা নলেজ-বুদ্ধ আছে সেথায় বুঝি।
প্রার্থনাতে প্রকৃষ্ট হোক কর্মধারার নীতি,
কর্ম ছাড়া আজগুবি ঢং আনবে মরণভীতি!
কর্মহারা মূর্খ বিশ্বাস ছাড়ব আজি ভাই,
যুক্তিবাদী প্রার্থনা চাই শুদ্ধ কর্ম যা-ই।
আয় রে হিন্দু আয় মুসলিম 'একক স্রষ্টা' ডাকি,
সৎ পথে যে বিধির আশিস্ এমন বিশ্বাস রাখি।
বিশ্ব জুড়ে প্রার্থনা আজ : আমরা সকল জীব,
বাঁচা-বাড়ার পথে চলায় পূর্ণ হোক নসিব।


৪ই নভেম্বর,  ২০২১ খ্রি.
কেরাণীগঞ্জ।