আমাকে আবার দিয়ে এসো মা'র কোলে
কাপালের কোণে এঁকে দাও সে নজর টিপ আজ
কাজলের পর্শ নিতে চিত্ত আজি দোলে
মায়ের নরম স্নেহে নেব শিশু সাজ!


কোলে উঠে মৃদু হাসি মৃদু কান্না স্বরে
বলি, 'পূর্ণ শিশু' করো মাগো চিরতরে।


প্রোজ্জ্বল চাঁদ যে এ মমতামাখা মুখ
আমার মায়ের মুখে বেহেশতের সে সুখ
নেমে আসে; দেখো-
ওরা নারী নয়, আজ থেকে মা-জাত ভাবতে শেখো।