নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে, চুলকিয়ে
হাত ধোয় না শিক্ষিত যুবক!


প্রসাব করে পানি নেয়  কিংবা টিস্যু কাগজ
পায়ে ছিটকে আসা প্রসাব কণারা
অবাধে ঘুমায় পায়ে
পানি দিয়ে ঘুম ভাঙানোর মতো দুষ্টু ছেলে নেই দুনিয়ায়!


যদি স্বভাব দোষে পায়ু চুলকায়,
জেগে উঠে আঙুল ধুইতে  হয়- শিখিয়েছে কেউ?


এসবের হিসেব কবিতায় লিখে যাবে
নির্বোধ কবি যিনি-


খাবার থালা দিতে আসে রহিমা আপা
থলার ওপর মুখ তার, অরিরল কথা বলা
মাত্রা ছাপানো কোনো শাপকাব্য  তাই
তনুপত্রে লেখা হবে সময়ের তালে!


সদাচারহীন যত মুখোশ সাহিত্য  
পায়ুস্পর্শী হাত যেমন না-ধোয়ায় গৌরব,
পৃথিবীর যত কথা শুদ্ধস্বর হলে সব
নিশ্চিন্তে ঘুম পেত চিন্তিতজনের।