আমিষাশী এক বন্ধু হেসে হেসে বলে,
"নিরামিষ খায় যারা শুষ্ক যৌন লোক,
উপভোগ নেই তাই সাধুভাবে চলে;
কীভাবে যে বাঁচে তারা ভেবে পাই শোক!"
নিরামিষ খায় যিনি বলেন নির্ভয়ে,
"নিরামিষে অপযুক্তি যাব না'ক সয়ে-
নিরামিষ খেলে যদি 'শুষ্ক' যৌন হয়,
অধিক আমিষ কিন্তু 'ভেজা' সুনিশ্চিয়;
'শুষ্ক' কিন্তু শক্ত বটে 'ভেজা' ঝর ঝর,
সেই নিন্দাযুক্তিবাদে কতটুকু দর?"


লজ্জিত হয়েছে বন্ধু নিজের কথায়,
সাধুবাদে নিন্দাবাদ দে'য়া কি গো যায়!


অবশেষে কবি বলে, "জ্ঞানবাদী যারা :
সাত্ত্বিক আহারী, কিন্তু , নয় যৌনহারা।"