জীবাণুরা কিন্তুু জীব নয়-
পোষণের দায়ে তারা 'জীবাণু' নামটা শুধু বয়;
আগুনের তাপে পুড়ে দেখো জীবাণুর মৃত্যু হয়,
আত্মার জীবণু 'বৃত্তি' সংযমের অগ্নিতে পোড়াতে আত্মার বিজয়;
'আদর্শ' নামের চাই একটা ডাক্তার,
সূক্ষ্ম সে-বিজ্ঞান আছে আত্মায় আমার;
'তপস্যা' শব্দটি থেকে 'তপ' শব্দ পাই-
যা 'তাপ' থেকেই দেখো তৈরি হলো-
জীবাণুমুক্ত হতে গো আদর্শের জয়ধ্বনি আজ বলো!