ভুবন বাদ্যকর নামে আজ বিশ্বটা তোলপাড়, 
কে-বা চিনত বীরভূম সেই,  দুবরাজপুর তো  ছাড়!
শিল্পী কিন্তু স্বাস্থ্যবিদ-ও ছন্দে সুরে তান!
কাঁচা বাদাম,  ভাজা বাদাম -কোনটির ভালো মান?
ভাজা বাদাম ভালো না'ক, ক'জনে ঠিক জানে!
ভুবন বাবুর 'বাদাম গানে' সত্য জাগায় প্রাণে।
কত সরল এই মানুষটি মুখখানা নিষ্পাপ, 
ভাঙা ফোন আর চুলের দামে বাদাম পরিমাপ।
নিতান্ত এই গরিব লোকটির মধুর কণ্ঠ আজ
কপট লোকের ব্যবসাদারী লোক ঠেকানোর কাজ!
গরিব 'ভুবন' গরিব র'বে  আমারা শিল্পহারা,
শিল্পীর মূল্য নেই দেশে আজ ব্যবসার পায়তারা! 


ভুবন কিন্তু সত্যি শিল্পী,  যে যা বলুক ভাই,
ভুবনকণ্ঠে আমরা কিন্তুু হাজার সংগীত চাই!
দরিদ্রতা দূর হয়ে যাক ভাসুক তিনি সুরে,
শিল্পী নিয়ে উঠব আমরা সফলতার চূড়ে!


প্রকাশ:
দৈনিক মানভূম সংবাদ, ভারত,
৭ ডিসেম্বর,  ২০২১ খ্রি.