১) দোয়েলের ডাক


দোয়েল পাখি বলছে ডাকি,
"পড়াশোনায় নেই যে ফাঁকি;
খুব সকালে ওঠো,
ফুলের মতো ফোটো,
পাখির মতো নিয়ম করে,
সময়মতো ফিরবে ঘরে।"


২) তোলারামের ইচ্ছে


তোলারাম ধমাধম নিজ গালে মারে ঘা,
নিজেকে বলে সে,  " কোথা তুই যাবি যা-"
হুট করে বুট হয়ে শুয়ে ঠিক মাটিতে,
দু'পায়ে ভর করে পানি খায় বাটিতে ;
ঢং দেখে মনে হয় শালা ঢের পাগলাটে,
না-হলে জিভ দিয়ে কীভাবে নাক চাটে?
তোলারাম বুড়ো বেশ সাদা কেশ, দেখো ভাই -
তবু ঠিক শিশুদের মতনই কাঁদা চাই!
কেঁদে সে বলে আজ, " চাঁদবুড়ি আ' না রে!
আমি আর বুড়ো নই শিশু কর্ আমারে!"