কতগুলো সুর আর ধ্বনি পুনর্জন্মে হয় তারা বর্ণবাদী,
বর্ণদের সহবাসে জন্ম নেয় অগণন  শব্দ
শব্দে আছে ধর্ম আছে জাত চেতনা সাম্রাজ্যবাদী
হিংসা-যুদ্ধ-শঙ্কা-মৃত্যু করে যায় জব্দ;
শব্দের বিশ্বাসে নরখুন রাশিরাশি;
শব্দের শাসনে ম্লেচ্ছ যায় ধ্বংসি।


শব্দ কারো নাম হয়ে খ্যাতি খুঁজে চলে;
শব্দ বিষবাষ্প হয়ে জ্বলে রোষানলে।