কোন দেশেতে গেছিস রে মা আমায় ফাঁকি দিয়ে,
তোরই জন্যে ফি-রোজ কাঁদি স্মৃতির ঝুড়ি নিয়ে।
জানিস মা তুই তোর লাগি আজ হাসতে গেছি ভুলে,
তুই না আমার বুকে শুয়ে মারতিস আমার চুলে।
আমি তোরে মারতে গেলে হে হে উঠতিস হেসে,
হাসাহাসি কত্ত হতো বুকে মাথা ঠেসে।
সেই কবে তুই গিয়েছিস মা  আমায় একলা ফেলে,
সেদিন থেকে রোজই রাতে মোমের বাতি জ্বেলে,
তোকে ভেবে ছড়া লিখি স্মৃতির পাতা মেলে,
দূর আকাশে থাকিস কেন আমি না তোর ছেলে!
(সংক্ষেপিত)