স্নানে ও ঘুমে


আমি এই শীতকালে গরম জলের
মধ্যে নেমে স্নান করি খুব ;
ফোঁটা ফোঁটা জল আমি লোচন-কলের
থেকে তুলে নিই,  জলে ভাসে আমার এ নাকমুখ;


স্নান সেরে পিচঢালা লম্বা বিছানায়
প্রকৃতি নামের সন্ধ্যাই যে আমাকে ঘুম পাড়ায়।


এই ঘুমপাড়া যে, মানুষেরা দেখছে,
আমি ঘুমে নাকি ওরা - ওই মানুষেরা,
কবি এই নিয়ে কত কবিতা লিখছে...


১৩ই জানুয়ারি, ২০২২ খ্রি., দৈনিক মানভূম সংবাদ,  ভারত।


আমি আলো চাই
শ্যামলকুমার সরকার


(প্রখ্যাত কবি জ্যোতির্ময় সেন-কে উৎসর্গিত)


তুমি যে আলোয় ভরা দূর করে দাও সব
তামসিক কালো
সন্ধ্যায় সেঁজুতি রাখা হয় যদি করি স্তব
তাই আলো জ্বালো
দুনিয়ার বুকে ওই যতটুকু দুঃখ আসে
আলো ভুলে থাকে যদি কেউ আঁধারের সহবাসে!


আমি আলো চাই-
যতগুলি রাত আসে  আলো হলে শুধু দৃষ্টি পাই।


১৭ই জানুয়ারি, ২০২২ খ্রি. 'দৈনিক মানভূম সংবাদ'এ প্রকাশিত।


লৌহদণ্ড নিমেষেই জল হয়ে যায়
- শ্যামলকুমার সরকার


ওর ঘরখানি ছিল ঠিক  মন-বাজারের কোণে
সে কী হইচই আর কত কেনাকাটা!
ও সব সময় - সব শোনে আর শোনে...
যেখানে ও যায়, তাকে বলব 'আঘাটা' :
শুষ্ক ঘাসে ঢাকা - লাল টুকটুকে জলন্ত আগুণ;
ও সেখানে দেয় ওর সেই একখণ্ড লৌহদণ্ড;


খা খা আগুনের তাপ বাড়েছে দ্বিগুণ -
লৌহদণ্ড নিমেষেই জল হয়ে যায়!


কবি বলে, মনবাজারে নয় রে, এ-বোধবাজার ফিরে আয়,
ভাই, ফিরে আয়!