তোমার     ইচ্ছে নদীর বাঁকটি সেদিন ঘুরে
কোমল স্রোতে মৃদু ঢেউ-এ আমায়,
শীতল চোখে মধুর কণ্ঠসুরে
বললে যা-সব অচিন ভণিতায়;


পরনে সেই মিষ্টি রঙের কামিজ
অ্যামব্রোডারি চিকণভাবে আঁকা,
সফট্ পোশাক ঠিক তবু আনস্টিস্
পছন্দটা হৃদয় সেল্‌ফে রাখা;


আমার দিকে আলতো দৃষ্টি নিয়ে
অন্য দিকে মুখটি হাকলা ঘোরা,
বলছ কথা নরম স্বভাব দিয়ে
গল্প যেন গোটা বিশ্ব জোড়া;


গল্পে গল্পে জানছ আমার সব
গোলাপি সেই লাল মুখেতে হাসো,
আমারও জাগে সূক্ষ্ম জয়োৎসব
বললে যখন আমায় ভালোবাসো;


হঠাৎ ফোনের ভাইব্রেশন কাঁপে
চমকে উঠে তাকাই ফোনের দিকে,
তোমার কথা হলো না আর শোনা,
স্বপ্ন ভাঙার মিঠে অনুতাপে!