আমি ওই লোমহীন কুকুরের সাথি হব আজ
সাথি হব পথশিশুদের
সাথি হব কোনো এক অবলা বৃদ্ধার;
কিছু কিছু পঁচা গন্ধ ডেকে ডেকে বলে,
"আমরা উৎসব দেব, তাই, 
সব সাথিদের নিয়ে এসো..."


দলবল নিয়ে আমি যাই 
সে শীতোৎসবে;
আমরা তো নেচে চলি চিরকাল
গন্ধরাও  খুব খুশি আমাদের সঙ্গী হয়ে
মানুষেরা চিরকাল খুশি ছিল;
ঠিক যেন সেই-
ব্যাঙের কান্নায় সর্প সুখ। 


বি.দ্র. : কবিতাটি একাধিক স্বর্ণপদক বিজয়ী গিনেস বুক অফ রেকর্ড করেছেন  বিশ্ববিখ্যাত কবি করিম রহিম করিমভ  ৯ই জানুয়ারি রূশ ভাষায় অনুবাদ করেছেন।