তৃতীয় নজরবান - যত মানুষ দেখো -
বাটখারার মতো ওই পরিমিত আকার;
বিড়ালেরও ডাকসহ ক্লীব ধ্বনি নিয়ে
অর্থবীক্ষণসূত্রপাঠে মনোযোগী কে?


'সার্বজনীন ভুলে সবার অকাট্য ঠিকবোধ'-
সমাধানে তুমি? অট্ট উপহাস!
সইতে পারো যদি প্রশান্তির প্রকাশে,
তোমার ভালোবাসা শব-জীয়নকাঠি!


বলার বিজ্ঞানে বাঁচুক হৃদয় সব,
ধারণার বিজ্ঞান জেনো সঠিক ধরণ;
দু-পাশ! দু-চোখ! দু-হাত! মধ্যবর্তী তুমি-
অমৃতের সন্তানে বলো থাকে কি মরণ?