ছোট ছোট ধাতুকণা লম্বা সূচে গাঁথা
কর্মকার তা-ই দিয়ে তৈরি করে মালা;
বিছানায় মালা রাখে না কি মৃত মাথা,
কর্মকার মেধা শূন্য দূর মিস্ত্রি শালা!
জড়কাঠ দিয়ে শালা সব কাজ করে,
কর্মকার নয় ও তো 'কাঠমিস্ত্রি' ও রে!


কর্মের উজ্জ্বলতা সত্যি সে-ই চায়,
জড়-কাজে দৃষ্টি নেই  : ধাতুর সঞ্চয়।