ওই এল জনরব,
যত যত 'জয়' সব
লও! লও! আজই লও, লও-


অলস অবশ যত,
ওইজন ভয়-ই শত
অনলস আজ এখনই হও!


ভয়-টয়  যত হয়
আর নয় আর নয়;
আয়, আজ আয়!
এল জয়, এল জয়!


(বি.দ্র. কবিতাটির কোথাও সামান্যতম-ও বানান/ফলা'র ব্যবহার নেই।)