ডান ও বাম। দু'টি হাত।
দু'টিপক্ষ : শুক্ল ও কৃষ্ণ।
দুই মাসে ঋতুভেদ।
দুই নিয়ে সব...
দুনিয়াবাসী দুইয়ের মিলনে জন্মলাভ করেছে জেনো।
দুনিয়া মানে দু'নিয়া।
১ বিশ্ব। বিশ্বপিতাও একেরই চরম প্রকাশ।


দুই হাতের সন্ধিস্থল– বুকের পাঁজরে আঁটা।
দুই হাতের মধ্যস্থল- হৃদয় তোমার।
দুই পক্ষের মধ্যজন- হৃদয়ান হোক।
হৃদয়বান ছাড়া সমাজ মধ্যমণি!
অসুরের জাতভাই নির্দয় সমাজদূষক ওরা।


একই গ্রামে একই মন্দিরে
দু'টি কলীপুজো,
কিংবা পিতৃশ্রাদ্ধে দ্বৈত আয়েজন!
চল্‌ বল্ সেইমতো;  নরক না-হোক
তোদের গ্রাম!


এখনও দু'হাত মেলাও--
ডান-বাম এক হয় করজোড়ে জানি।
আমার কবিতাকীর্তন--
তাঁদেরই চরণে,
তাঁদেরই আচরণে... মিলনমহোৎসবে।


প্রতিনমস্কারে ১ খুঁজি দেখো,
তোমরা এক হলে- চিনবে আমায়
হৃদয়ে আবাস আমার, ডানে-বামে নয়।