আমাদের সমাজের বেহাল এই দশাটায়,
ঠিক যেন রক্ত খায় রাক্ষুসে মশাটায়!
সেদিন এক পত্রিকার শিরোনামে দেখলাম
নাইন্টি-ফাইভ ফেবু প্রেম শেষে হয় রোগা কাম,
এভাবেই চললে তো মানবিক অধঃপাত
প্রতিদিন ঘটবেই বাড়বেই বজ্জাত!
এমন এক আসবে দিন বিবেকীর অভাবে,
সমাজের উন্নতি সব রসাতল যাবে।
হাহাকার আসবে খুব  সদ্ভাবের তৃষ্ণায়,
আচরণ-নদীটা শুকাইলে কি 'সৎ' পায়?
ঘরকোণে পরকাম আছে ঠিক যাদেরই,
পিওর  সৌল্ আসবে না আশা সব খাদেরই।
সমাজটা নিয়ে আজ যা-তা আর ভাবা যায়?
যেমনটা তোমার পথ সন্তানও সে-পথ পায়।