দীপ,
কোনো সৌধ থেকে পড়ে নাই;
দীপ মরে না, মরেও নাই।
সে নিজেকে বিলিয়ে দিয়ে
আলো জ্বেলে যায় যুগে যুগে,
অন্ধকার সমাজের বুকে;
যেন একটু আলোর দিশা পাই,
আয়নায় আমাদের চেহারাটা
দেখবার, চিনবার, বলবার -
আমরা মানুষ, না-কি জানোয়ার?