নারীবাদ
শ্যামল সরকার


সৃষ্টির বঞ্চনা নিয়ে জন্মানো
তোমার দেহে আফিমের গন্ধ;
রক্তচিহ্নের জয়তিলক
জানোয়ারের নখের আঁচরে।


রাবীন্দ্রিক ঝোলা গেছে ছিঁড়ে
লেনিনবাদ চেতনার ভারে;
নারী, তুমিই পুঁজি এই পুঁজিবাদী সমাজে।


নারীচিত্র, আবক্ষ মূর্তি, নগ্নছবি  বিজ্ঞাপনের ভাষা;
পুঁজির পাপে ডানা মেলে অভিশাপের আদিম আশা।


চোষণখোর বুর্জোয়া রাষ্ট্র চরিত্রে ধ্রুপদী পিপাসা;
চণ্ডালী মৌলবাদের মুখে দেঁতো হাসিতামাশা।


মানুষ হয়ে বাঁচার অধিকার যেন বেহাত না হয়ে যায়;
বুটের তলায়, পিষ্ট শ্রেণিসংগ্রাম, হোক পুরুষের বিরুদ্ধে।


তুমি, সতী সাবিত্রী বিপ্লবী, জয় হোক নারীবাদ;
পুরুষতান্ত্রিক সমাজের আদিমতার এপিটাফ।