আমার মতো কোন সে মেয়ে, আছে বলো!
হৃদয় খুঁড়ে কষ্ট আনে, কষ্ট রাখে হৃদয় মাঝে।
ভালোবাসা পাবে না জেনেও স্বপ্ন বুনে আপন মনে।
ভালোবাসার কাঁটাগুলো কুড়িয়ে এনে ছড়িয়ে রাখে মনের কোণে।
সুখ ভেবে তা কষ্ট করে পুষে রাখে জীবন ভর সঙ্গোপনে।
কষ্ট করে আমার মতো হাসতে জানে,
আমি ছাড়া কোন সে জনে, এজনমে!


কোন সে মেয়ে!
ডুবে যাবে জেনেও মন-যমুনার বানের জলে ভেসে বেড়ায়।
ভিতরপাড়া জ্বলেপুড়ে তুষানলে বাহিরপাড়ায় হাসে খেলে ফল্গুধারায়।
হাতে হাত রেখে হাঁটতে পারবে না জেনেও আপন ভেবে চেয়ে থাকে পথের পানে।
কষ্টগুলো যত্ন করে আড়াল করে বুকের মাঝে কোন সে জনে!
আর কে আছে,
কষ্ট করে আমার মতো বাঁচতে জানে আপন মনে, এভুবনে!


কোন সে মেয়ে!
খামখেয়ালির ভালোবাসা মিথ্যে জেনেও সত্য ভেবে স্বপ্ন দেখে।
তিন জনমের কষ্ট নিয়ে সুখের ভেলায় ভেসে বেড়ায় আমি ছাড়া কোন সে জনে।
কেউ বলেনি,
একা আছ, ভাবনা কীসের, আমি আছি তোমার সাথে।
কেউ বলেনি,
হাঁটছ কেন একা একা। হাতটি ধরো চুপটি করে পাশে বসো।
কেউ বলেনি,
কষ্টগুলো নিয়ে নিবো ভালোবাসা বিলিয়ে দিবো।
আমার মতো কষ্ট বিলাসী কোন সে মেয়ে,
কষ্ট করে হাসতে পারে বাঁচতে পারে! ত্রিভুবনে!