ভালোবাসার পদাবলি


ভালোবাসা কি হাতে হাত ধরে চলা, পার্কে বা অরণ্যে;
স্কুলড্রেস পরে পাশাপাশি বসে থাকা, কোনো চত্বরে;
খুদেবার্তার আদানপ্রদানে কাটানো, নির্ঘুম রজনী;
না-কি কিম্ভূত পোশাকে অপউচ্চারণের, ন্যাকামি?


না, ভালোবাসা এর চেয়ে বেশি।


ভালোবাসা কি নির্জন বসবাস, নবদম্পতির মধুচন্দ্রিমা;
অপরের সুখে-দুঃখে একাত্ম আলিঙ্গন, প্রণয়তৃষ্ণা;
মিলন-চিহ্ন রেখে যাওয়া বা সুখ দুঃখের চির সঙ্গ;
না-কি, এক নীড়ে এক আত্মা, এক প্রাণ, ভিন্ন দুই অঙ্গ?


না, ভালোবাসা এর চেয়েও বেশি!


ভালোবাসা কি প্রসব যন্ত্রনা কাতর মায়ের,
সদ্য প্রসূত শিশুর প্রথম চিৎকার শোনা;  
অপত্যস্নেহে, সন্তান বাৎসল্যে নিজ জীবন বিলীন করে;
মায়ের বুকে সন্তানের নিরাপদ আশ্রয়, নির্ভাবনা?


না, ভালোবাসা এর চেয়ে আরও বেশি!


ভালোবাসা কি দেশপ্রেম, শহীদ খেতাব কিংবা গাজী;
দেশের জন্য ভাষার জন্য যুদ্ধ, জীবন রেখে বাজী ;
দেশের মানুষকে ভালোবাসা সংহতি তাদের অধিকারে,
স্বজাতি সত্ত্বার ধারক হয়ে, নিজেকে মেলে ধরা বিশ্বে,
আলোকিত সন্তানের গর্বিত জন্মদাতা হওয়ার স্বাদ?
না-কি গর্বিত মাতৃভূমির সন্তান হয়ে ধন্য হওয়ার সাধ?


না, ভালোবাসা এর চেয়ে আরও অনেক বেশি।


ভালোবাসা নয় শুধু নর-নারীর প্রকাশ্য অপ্রকাশ্য প্রণয়,
সৃজিত সব প্রাণী, প্রকৃতি আর মানুষই ভালোবাসা হয়।
হৃদয়ে যার যত ভালোবাসা, সে বাসে ভালো তত বেশি;
ভালোবাসা অভেদ, স্বর্গীয়, শাশ্বত এক সুখানুভূতি;
কল্পনার চেয়েও বিশাল গভীর, বিস্তৃত দিগন্তজোড়া।


এখন ভালোবাসার চাতালে প্রচন্ড খরা,
কোন কিছুই আর বিবেককে দেয় না নাড়া;
মুমূর্ষ ভালোবাসা ধীরে ধীরে চলে যাচ্ছে পঞ্চভূতে;
আমাদের ধ্বংস অনিবার্য ধেয়ে আসছে পৃথিবীতে।


হে প্রভু, ভালোবাসা সবটুকুই  নিয়ো না, অন্তর থেকে কেড়ে;
সুন্দর ধরণীতে,আরও কিছুটা সময় বাঁচতে চাই, প্রাণভরে।