বরষার পদাবলি


বাদলা দিনে চাচ্ছে মন
নিবো রঙিন ছাতা;
ছাতার নীচে বসে দু'জন
বলব মনের কথা।


গায়ে গায়ে গা লাগিয়ে
থাকব সারাক্ষণ;
বর্ষাবিলাস করবে উদাস
সিক্ত হবে মন।


বাদলসন্ধ্যায় উদাস মনে
তোমায় খুঁজি তাই;
আমার পাশে বসে থাকার
আরতো কেউ নাই।


পুকুর পাড়ে গলা জড়াব
দেখব মেঘের খেলা;
এমন করেই কাটিয়ে দিব
বৃষ্টি-সন্ধ্যা বেলা।


পদ্মপুকুরে নাইবে তুমি
দিবে ডুব সাঁতার;
তোমার ছোঁয়ায় পদ্মগুলো
উঠবে ফুটে আবার।


জলকেলিতে হারিয়ে গেলে
খুঁজে আনব তোমায়;
কুড়ানো সব পদ্মগুলো
রাখব রাঙা পায়।


কদমতলে দু'জন মিলে
খেলব কানামাছি;
ভালোবাসায় মন রাঙাব
তাই তো বেঁচে আছি।