কাপ ও কবিতার মতো
মৃত সঞ্চালনে ঠোঁট কাঁচা
চিবুকের ধারাবাহিক নক্ষত্র নাম
আমিও পড়লাম


সত্যি জানি, সেদিন আমিও জানি
আতরের প্রলেপ ক্ষুধা মেটাতে পারেনা
অথবা বাঁক্ জুড়ে এস্ট্রের ছাঁক‌নি— মিথ্যে ছিল


প্রণয়, কবিতা অথবা অন্তঃস্থল আমি ঘৃণা করি
ছায়া চাই; অনেক এবং অনেক!