মধ্যবর্তী রাত, চোখের সামনে নৃত্য করে
একরাশ অশ্বারোহী ঠোঁট : ঘুম
আমাকে বা আমাদের দেখলে পালাতে চায়।


হেঁটে হেঁটে অনেক সময় পার করেছি
আড়াল করেছি সমুদ্রস্বাক্ষর
বরং তুলে রেখেছি পুরুষ মন, তবুও
ঘুম শেষদিকে বিরামচিহ্ন বসিয়ে বলে-
সবুজ তুমি কাকে ভালোবাসলে?


আমি ঠোঁটের নৃত্য আঁকি বৃত্তের শুরুতে