তুমি কি আমার পাতাগুলো?পাতায় জলের ফুল?ভিজতে থাকা স্পর্শ আর স্বপ্নের বুনিয়াদ?
আমি যে অপরাহ্ন চাইনি; একটি বিস্তৃত সকাল যেখানে টুপটাপ ঘরের চাল জুড়ে সারাক্ষণ
অবশ্যই বৃষ্টি --স্পষ্টত প্রেমের গান হয়ে নিবেদিতা হয়, প্রেমিকা হবে!
আমার আটকানোর শক্তিটায় দৃঢ়তা নেই
ছেড়ে যায় শুকনো হলদে পাতাটাও --তোমাকে আটকানো তো আমার গন্ডির বাহিরে।


জল পাতা ভিজিয়ে দেয় ইশ্বর সাক্ষী
জল পাতা ছেড়ে যায়, ইশ্বর তুমি কই ?


২৫ শ্রাবণ ১৪২১