বিনিদ্রায় পাতা নুয়ে পাতায় নীল
চোখেই হেঁটে চোখের খোঁজে অন্তঃমিল।


হাতপাতা রাত বড্ড বেহায়া
হাতের পিঠে বসতি তার, কেউ জানেনা
বেড়ে যায় বিকেল বিভ্রম
রাত্রির বিকেল অথবা অযুত পরিহাস !


তোমার আবার ভোরবেলা চাই
তোমার আবার সন্ধ্যে পালাই
তোমার নেই------আমিও নেই


এরপর হাওয়া ছিঁড়ে হাওয়ায় বসি
খুব কাচাঁ অবেলায়, খুব অঙ্ক কষি।


১৯ ভাদ্র ১৪২১