প্রত্যন্ত গ্রামের আল পথ ছুঁয়ে
দুর শহরের গলি থেকে যে সফর
ইউনিভার্সিটির ক্লাস-রুমে দেখা
চেনা পরিচয়!


যখন দুচোখে স্বপ্ন ছিল সবারই
এক আগামী দিনের
ঋদ্ধ সচ্ছলতার প্রত্যাশা
কারো কারো অবুঝ হৃদয়ে
সদ্য ফোঁটা কুঁড়ির মতন ভালবাসা
অজানা আহ্বানে কেউ কেউ
দুর দেশে চেনা  শহর গ্রামটি ছেড়ে
কাঙ্ক্ষিত যাত্রার অপেক্ষায়  
সামনে যে আলোর দিশা!


তারপর সময় এগিয়েছে আপন ধারায়
ঘনিষ্ঠ সহপাঠী বন্ধুরা কর্মসূত্রে
একে একে গেছে দুরে
সংসারে এসেছে নতুন সাথী সবারই
সচ্ছলতা ও প্রতিষ্ঠা এখন জীবনে
সন্তান ও পরিজন গৃহ কোন প্রিয় পরিবার ।


মাঝে মাঝে তবু
এখনও পুরনো এ্যালবামে খুলে ফিরে যাওয়া
পড়ন্ত বিকেলে সেই সবুজ ঘাসের লনে
সেই সময় ছিল প্রিয় প্রাণের ভাষা
যে সময় কেটে গেছে চোখের পলকে
সেই কথা মনে করে এক আয়োজন ।


বহুদিন পরে
সেই সব চেনা মুখ হবে কাছে
হোক মুখ অবয়বে সময়ের রেখা
এখন পেস মেকারের উদ্বৃত্ত সময়
এখন রাতের শেষে নাহোক উষসী আশা
এখন জীবন হারিয়ে জীবন
সব চাওয়া পাওয়া হিসেবের বন্ধ খতিয়ান!


আজও তবুও হৃদয়ের উষ্ণতায় নেই কোন ভাঁটা
আছে ভরা জোয়ার উচ্ছাস
তাই এই শোরগোল এই উল্লাস  
এখন পুনর্যাত্রা  আবার
আগত এক মিলন সন্ধ্যা!