রাতজাগা দুচোখের সব স্বপ্ন মনে পড়ে
সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ, ধ্রুবতারা চিনতে চাওয়া
এক খোলা ছাদের দিগন্তব‍্যাপী রাতের আকাশ ।


এখন ঝুলবারান্দার জীবন নিঃস্বতায় ভরে
দুচোখের ঝাপসা দৃষ্টি খোঁজে কাঁচের আড়াল
এখানে নতুন শহরে এই এক চিলতে আবাস ।


বহুকাল আগে না'ফেরার ব‍্যথা মনে পড়ে
ডাকচিঠিতে পদ্মপুকুরে ফোটা প্রথম নীল পদ্ম
উঠোনের কাঁঠাল গাছ ফলন্ত এসেছিল খবর ।


আজ এই আবাস কাছের তবু যেন দুরে
এখানে রাজপথ সামনে শহর অজানা ধোঁয়াশা
বসতবাড়ি খোলা ছাদ এখনো স্বপ্নে নিরন্তর ।