শুকনো পাতায় শয্যা বনানীতে
ছায়ায় অন্ধকারে নিষ্ঠুর শীতে
সোঁদামাটির স‍্যাঁতসেঁতে অঙ্গনে
রৌদ্রের ছোঁয়া থেকে দুরে গগনে
এখনো বর্ণময় হাওয়ার ভেলায়
অনিকেত পড়ে আছে ধূলায় ।


সহস্র সূর্যের চুম্বন বিহঙ্গ ডানায়
অফুরন্ত স্বপন চন্দ্রিমা ছোঁয়ায়
ভরা নদীর স্রোতে সোনালী ছায়া
বনবিথীতে সবুজ ব্রততী কায়া
ঊষা থেকে সূর্যাস্তের আবর্তনে
জীবন চলেছে অনন্তের আহ্বানে ।


সবাই পাড়ি দিয়েছে মহাদেশ পারে
নিঃসীমে অন্তহীন উড়ান ভরে
এক ঝরা পালক শুধু পড়ে আছে
আহত পাখিও ফিরে গেছে ।