শুধু সাধারণ কিছু মুহূর্তই
জীবনের একমাত্র আদায়!


অবশিষ্ট অধমর্ণ জীবনভর
অফুরান দায় শুধতে শুধতে
স্থবির দেহের গভীরে লালিত
অনিবার ক্ষয় সয়ে থাকা.....
কবে যে বিপন্ন বিদায় বেলায়
ছুটির নিঃশব্দ ঘণ্টা বাজে।


জীবনে তিনের ক্রম অবধারিতই
অনেক প্রাপ্তিই তাই নগণ্য অসার!


শুধু কোন এক সুখী সাঁঝের বেলায়
সঙ্গী কিছু মুহূর্তের গাথা মনে রাখা
বাকি জীবনভর অপেক্ষায় থাকা
কবে যে যাবার ঘণ্টা বাজে।