তামস রাতে পথের ধারে
দাঁড়িয়ে থাকে তারা
কেউ যে বলে এগিয়ে যেতে
কেউ বা বলে: কাজ হয়নি সারা


কি-কাজ এমন আছে পড়ে
ভাবতে থাকি আমি
অপেক্ষায় থাকবো কত
ভাবুক অন্তর্যামী


তাই তো তুলি কাঁধের ওপর
ছাতা এবং ছড়ি
হাঁটতে থাকি সাধ্যমতো
গাঁটে নিয়ে কড়ি