প্রতিবাদের প্রতিরোধের কত কথা
শুনছি এখনও
মানব জনম ব্যাপ্তির বাধা
ছিল যে তখনও
আসলে তুমি ধরার মাঝে
নাম পেলে যে ঈশ্বর
ঘুচল কত দুঃখির ব্যথা
ব্যাপ্ত হল চরাচর
দয়ার সাগর দীনবন্ধু হলে যে জীবনে
করুণার সিন্ধু তুমি আজো আছ এই মনে
তোমার কর্মে জ্ঞানে তুমি রবে চির অবিনশ্বর
লহ প্রণাম মোর হে - বিদ্যাসাগর