ভালবাসা আর লালসার তফাত্টা,
সেদিন বুঝতে... চেয়েও
পারেনি মেয়েটি,সে কচি শরীরের - আহা
আদরের লোকগুলো !


সকল বাধা পেরিয়ে শরীর
বাচানো ভীষণ কষ্টকর,
মুহুর্ত গুলো তীব্র যন্ত্রনা দায়ক,
দমবন্ধ হয়ে আসা - নরক
বুকের ভীতর গুমরোতে থাকা
অস্পষ্ট গোঙানির মত শব্দ - ফাকা ।  


রাষ্ট্র মানবতার জন্ম দেয় - শব্দে কবিতা রচিত হতে থাকে,
সমাজে আস্টেপিষ্টে জরিয়ে থাকা মানুষ - অমানুষ !
ছন্দে - স্বাছন্দে কিংবা ছন্দবিহীন - নবপ্রবাহে
থাকে প্রবাহমান মানব সভ্যতা চিরন্তন - শ্বাস।