মন বলে ওরে ভাই প্রেম সর্বনাশা
ক্ষণে ক্ষণে কেবলই বেড়ে যায় আশা,
কত কিছু ভাবে সে অলিক ভাবনায়
চাদ তারা উপহারে ধরে এনে দিয়ে...
সাজাবে প্রিয়ারে নিত্য-রঙ্গ সে নেশায় ।
আহার নিদ্রা যায় যত সে আসেপাশে
দিনের আলোয় ধুলোয় জীবন মেশে
যদি সে ভালবাসি বলে একটু হেসে ।


প্রেমহীন - আমি ছিলাম মহান বীর
বিরোধহীন হতে - কেটেছি কত শির,
আমার রণে ভঙ্গ হল সেদিন তরে
মাতা বসিয়া শিয়রে আঘাতিল ধীরে,
বিস্ফোরিয়া চক্ষু সে সূর্য্যতেজে কহিল
প্রেমহীন তোকে - কে রোগসজ্জায় দিল ?
আজ খসেছে অসি - ছেড়েছি বর্মবেশ
এক নারীর সে প্রেমে হব বলে শেষ ।