সাম্যবাদ শব্দের কেহ নয় গো অধিশ্বর ,
জীবে প্রেম করে যেই জন সে সেবিছে ঈশ্বর ।
বিপ্লবে জানি আছে তরুনের অগ্রাধিকার,
আমি সাধারন জনগন - বাচা কি শুধুই তোমার দরকার ?
তুমিই সাম্যবাদের শব্দে শতাব্দিকে বোকা বানাও ,
তিলে তিলে দেখেছি তুমি নৃপতির ভূমিকা নাও !


প্রগতির মশাল হাতে
স্রষ্টা সে আদিম যুগ হতে
এই ধরিত্রীর বুকে প্রচন্ড মহিমায়
নির্ভয়ে মানব সভ্যতাকে মানবিক করে তায় !
অসহায়ের বুকে পদচিহ্ন একে আমি করিনে পশুসম আস্ফালন ,
প্রিয় বলে যে মোরে বুকে টানি লয় - সেই মোর আপনজন ।


মিছে ভ্রমে পিছুচলা নয় মোর জাতির গৌরব,
নয়নে নয়ন রাখি প্রিয়া, দিয়াছ যে মোরে - তোমার যা কিছু সম্ভব ।