শব্দেরা আসে আজ মৌসুমি বাতাস নিয়ে
মৌমাছি আসে মরসুমি ফুলের গায়ে হাত বুলিয়ে
মানুষেরা নিয়েছে ছুটি - সময় গুলোকে আমাকে দিয়ে
প্রেম প্রেম মন আর যৌন যৌন শরীর আমাকে দেয় ভূমিকা বু্ঝিয়ে ।


ভূমিকাটা বেশ জটিল - সৃজনশীলতার উদ্যামে
কে কতখানি কিনেছ আমাকে - তা ঠিক কত দামে !
ইট কাঠ আর কংক্রিটের শহরে আবছা আধার নামে  
তোমার আব্দার ভেষে আসে - লুকিয়ে রাখছি নীল খামে ।


দশকের পর দশক বিপ্লবহীন নগরে
সারাতে ক্ষত জমছে মানুষ কাতারে কাতারে
আমরা পরস্পরের সহযোদ্ধাও একটি কবির হাহাকার
আমার গোলাপ বিছানা চেয়েছে - ওকে ছিড়তে দিওনা চিত্ত তার ।


সাতরে ফিরছি মানব জীবন - জীবন আজো কার টানে ?
চাইনা গো আজ ধর্ম বারুদ - ভূলতে চেওনা কখনই তার মানে ।