অবিনশ্বর একীভবন মন
অবিপ্লুত অবিকার জীবন
জনসমাদরে অষ্টপাশ যেমন i


অশ্রোত্রিয়ের বচন লাগে আজ জনান্তিকের মতো
ঘনায়মান প্রান - তুমিই বা আর শেখাবে কত ?
অষ্টধর্মে জীবন - আজো তুমিই বিদ্যমান
অষ্টপাশ পূর্ন হোক তান - আজ হোতে চাইনা মহান ।


আজো দুরত্যয় পূর্ন এই অর্দ্ধ জীবন
কেবল তোমায় ভালবেসে করি আস্ফালন
জানি এ শরীর আমার - এ আমার মন
বুঝতে পারিনি - এ সকলের উপর অধিকার হারিয়েছি কখন i
এখন আমার সকল দূর্বলতা তুমি - তোমাকে পেয়ে হয়েছি পূর্ন আমি ।