নেই নেই কোন ভয় নেই
কিছু না থাকাতেও যে আছে সুখ।
নেই পাপ নেই পুন্য
নেই মৃত্যু নেই জন্ম
নেই সৃষ্টি নেই লয়
নেই আনন্দ নেই ক্ষয়।


নেই নেই কোন ভয় নেই
তুমিই দিন রাত্রি শেষের আভিমুখ।
যদি আমি তোমায় কক্ষনও মনে না রাখি
যদি সব ভুলে গিয়ে চির সুখে থাকি।
যদি আজ আর পাখিরা না গায় গান
যদি মুগ্ধকাব্য জগৎ করে অভিমান।


তুমি বিরাজিছ সৃষ্টি স্থিতি বিনাশের উর্দ্ধে
হে বিশ্ব কবিগুরু, আমরাও যে বাঁচি সেই স্পর্দ্ধে।