আজ ইচ্ছে করে তোমার শরীরটা দুচোখ ভরে
আবারও দেখি বারবার
প্রথমে আঙ্গুল বোলাই তোমার সারা অঙ্গে
আজ আবার মিলন হোক তোমার আমার সঙ্গে
আমাদের সকল বাধ্য বাধকতা থাক পবিত্রতার লক্ষে
জীবনের পথে ভ্রমন করিতে চাই যে কেবল তোমায় জরিয়ে বক্ষে ।


এখন ঘর্মাক্ত দুটি শরীর অবাধ জোয়ারে ধায়
সহস্র মানব জনমের বেদনা পলকেই মিশিয়া যায়
শ্বাস নিতে
মিশে যেতে  
বাতাসে ভেসে যেতে
গৃহ হতে পথে
পথ হতে মন্দিরে  
মন্দির হতে বনে
বন হতে বনান্তরে
মহা মানব সাগরের বন্দরে বন্দরে ...
অন্তরে অন্তরে আমি আজ বড় অসহায়
প্রবল গতিতে যে কেবল সময় পালায় ।


আমি প্রমান করতে চাইনি - তুমি সাহসী
সুধাময় তোমার বানী - ঊদ্ভাসিত চাদের মত হাসি
নিয়মন মেনে তুমি নিয়ে মন পথ চলো
ফুলের পাপড়িতে জমে থাকা শিশির বিন্দুতে কথা বল
তুমি নিরন্তর আলো- আধার কেও চিনিয়ে দিলে
ইতিহাস বলবে - তুমি ভবিষ্যতের কথা বলে ছিলে ।