ঘুম ভাঙে আজ শ্রীপঞ্চমীর ভোরে
তারে খুজে ফিরি দূয়ারে দূয়ারে
লোকালয়ে, নির্জনে, নিভৃতে অন্তরে,
জলের উপর সূর্যালোক থাকে যেমনি ।


রাখাল বালক বেশে বংশী হাতে ধরি
পথের ধূলায় মিশে পদরেণু লইতে কারি
সম্মুখে তাহার আসি, ইচ্ছে জাগে প্রাণে
জনে জনে বলি গানে গানে - বীণাপানি, জননী বাহির হও গো এখনি ।


                    ২
ধূলিমাখা শতছিন্ন বেশ, কথায় তার যাদুর আবেশ
ভাঙা শ্লেট ভিক্ষাপাত্র করি, কহিল সে প্রশাসনের সম্মুখে ধরি !
বাবু গো তোমাদের পায়ে পড়ি - দুদিন অন্ন নাই পেটে
আমায় অপমান কোরো নাগো আর রোহিঙ্গা অপবাদে দেশ হয়েছে ছাড়খার ।


যেটুকু সম্ভ্রম ছিল - জনা পাচেক মানুষরূপী কুকুরে তা লইয়াছে কাড়ি,
আমি যে ছিলাম অষ্টাদশী কুমারী নারী,
অষ্টাদশী-নব যৌবনার দোষেতে ছিলাম দোষী।
আমি ব্রাক্ষ্মণ নই, নই ক্ষত্রিয়, নই বৈশ্য, নই তো শুদ্র সমান,
আমি হিন্দু নই, মুসলিম নই , নইতো খ্রীষ্টান,
আমি ধর্ষিতা, আমি নারী ... আমি কি নই মানুষ সমান ?


                    ৩
জীবনে যা কিছু সত্য তা অন্তরে দিয়েছি স্থান,
জীবন সাগরে খুজি নাই কখনও কোন পুরুষ সন্মান,
প্রেম - প্রিয়া তরে ডুব দিই নিজ অন্তরের অন্তরে
দেখি সেথায়ও এক পুরুষ বাস করে !
নিজ প্রিয়ার হাসিমুখে সে সুখি হয় ,
অশ্রুসিক্ত হয় সে আবার -অন্য নারীর বেদনার তরে !