আমাকে একটা সৈন্যদল দেবে
আমি যুদ্ধ করব
যে মানুষগুলো কবিতা শোনে না
যে মানুষগুলো কেবল অস্ত্র নিয়ে এগিয়ে আসে
যে মানুষগুলো অপরের ধর্ম কে সন্মান করে না
যে মানুষগুলো অত্যাচারী হতে চায়
যে মানুষগুলো নির্মম হতে চায়
যে মানুষগুলো ধর্ষক হতে চায়
তাদেরকে প্রতিপক্ষ করে
আমি যুদ্ধ করব


আমাকে একটা সৈন্যদল দেবে
আমি যুদ্ধ করব
একটা অদৃশ্য হাত সবার মাথার উপর ছিল
যে মাতাল খিস্তি আওড়াতে আওড়াতে রাস্তা চলত
যে ঘাতক প্রতিদিন হত্যা করেছিল
যে মানুষ প্রতিদিন মন্দির ভাঙত
যে মানুষ প্রতিদিন মসজিদ ভাঙত
যে মানুষ প্রতিদিন গির্জা ভাঙত
যে মানুষ প্রতিদিন মানুষের হৃদয় ভাঙত
আমি যুদ্ধ করব
 
আমি যুদ্ধ করব
আমাকে একটা সৈন্যদল দাও
আমি যুদ্ধ কবর সাম্যের জন্য
আমি যুদ্ধ করব ভালোবাসার জন্য
আমি যুদ্ধ করব নিরাশ্রয়ের বাসস্থানের জন্য
আমি যুদ্ধ করব বুভুক্ষের অন্নের জন্য
আমি যুদ্ধ করব মানুষের ধর্মের জন্য
আমি যুদ্ধ করব মানুষের কবিতার জন্য
আমি জানি প্রতিটি মানুষের অন্তরাত্মা পবিত্র
আমি যুদ্ধ করব