আদি অন্তহীন প্রতিশ্রুতি থাকে অভাব পূরণের,
কাব্যরসের বিস্ময়ে আপ্লুত সে পূর্ববর্তীদের।
শৈলীতে নিভৃতে নোঙরের সে দায়,
না করলেই নয়! কেন মনে হয়?
সূচনায় ভাঙি বাঁধ, ধরি হাল তব অবগাহনের।