জন্মবধি আজও আবার,
হৃদয়ের কাছে উন্নত হয়েছি যতবার!
অস্ফুটে বলেছিলাম — সে ভাষায়
নিজের নাম।
পরিচয় ভুলে যাই , অথবা বুঝতে চাইনি
কার কী বা ধাম?
তুমি আর আমি মিলে -
এ বিশ্বের কোলাহলে,
শব্দের অন্তরে অন্তরে তার কী বা নাম...
মা হতে মাতৃ ভাষার দেশ...
সকলের সকালের প্রাতরাশ এবং রেশ
কিংবা এ বাতাসেই নিঃশ্বাস - প্রশ্বাস,
অথবা তোমার সন্তানের বলিদানে
আমাদের বাঁচার আশ্বাস।