হয়ত অনেক দিন পর
আবার দেখবে শঙ্খচিল
চিলেকোঠার আলসে থেকে ওই মহাশুন্যে


সমুদ্রের গভিরতা মাপতে
মনোনিবেশ করবে হয়ত
তাপ বিহীন অতলান্তে


শব্দের মিছিল চলে
চলমান জিবন বিপ্লবে
বদান্যতায় মৃতশব্দরা অস্তিত্ব হারায়


তোমার শরীরে আমি নিশ্বাস ফেলি
তোমার চুলের ঘ্রাণে আমার নিশিযাপন
আপন পৃথিবীর বুকে ফোটে ফুল