তোমার হৃদয় যদি রুক্ষ্ম মরুভুমি হতে চায় !
সেখান দিয়ে একটি নদী প্রবাহিত হতে দিও ।
সেও যেন আজ আমার চোখের জলে পূর্ণ হয় -
জলজের প্রান দানে - নিজ হিয়া পূর্ন করে নিও ।


তোমার হৃদয় যদি কঠিন পাথর হতে চায় !
আরেক পাথর সংগ নিয়ে আগুন জ্বালিয়ে দিও ।
সে আগুনে জীবন প্রদীপ যেন প্রজ্জলিত হয় -
এ অতীত হৃদয়টাকে ছারকার করেই নিও ।


তোমর হৃদয় যদি ওই মহাশুন্য হতে চায় !
ধরাধাম হয়ে চিরকাল সেখানে ভাসতে দিও
বেল- জুই- মালতি- মল্লিকাকে আমি ডাকবো আয় -
আমার এ বুকের সুবাসে - মহাশুন্য ভরে নিও ।


আজ সন্ধেয় কালো মেঘে ঢাকা - এ শীতের চাদর
তবু কবিতা তুমি প্রেমিকা হও - জানি হবে ভোর ।