আজ কেন মনে হয়, এ জন্ম যেন কিছু নয় ,
আরও কাজ - আরও কাজ, করিতে হবে নিশ্চয় ।
পথের ধারে ফুটে থাকা যত আধফোটা কুড়ি ,
কেন তাদের ভালবাসিতে চাই সারা জনম ধরি ।
মাছরাঙা, ফীঙে আর শালিকের দল ,
বলে ভাল যদি বাসিবি চল্ আমাদের সাথে চল্ ।
কোন বোষ্টোমী গান গেয়ে ফেরে গ্রামের পথ টি ধরে ,
আমি এক গৃহ পালিত কবি , ভিক্ষা মাগি ফিরিব কেমন করে ?
আমি গাহিতে জানি নাকো গান , বাজাতে জানিনা খঞ্জনি ,
আমি অভিনয় জানিনা , করিতে পারিনা নিজের প্রচার খানি ।
মাগো, কেন করিলে কবি ? মোরে দিয়ে তব শব্দের ভান্ডার ,
আজ তাচ্ছিল্যের ভারে - বুঝিতে পারিনা করিব কেমন ব্যবহার !
কবিতারেও বেচিতে হবে ! বাচাতে হবে কবিতারে ,
নিত্য কর্মে রচি কবিতা - ভালবাসায় এ জীবন বহে অনাহারে ?
ঘুমন্ত এ শিশুরে জাগাও - মাগো, পথ কেবল থাকে পরে পথের তরে ।