অমরত্ব নয় - শুধু বেচে থাকতে ইচ্চ্হে হয়
সহস্র ক্যামেরার ঝলকানিতে নয়
শুধু বেচে থাকতে ইচ্ছে হয় আবার ।


সাত জনমের সম্পর্কের কথা
ফুসফুস ভরা জমে থাকা ব্যাথা
কত শত রজনী পেরিয়ে -করেছি অগোচর ।


হাজার হাজার মানুষের ভীরে
সকলের চোখ এরিয়ে
তোমায় ফাকি দিতে পারিনি - আমি আর,
সব কিছু ভুলে - সব কিছু সরিয়ে
চোখে চোখ রাখতেই - ধরেছি তোমার হাত ।


যেটুকু আছে তোমার উপমা - অলংকার
রেখেছ তোমার গচ্ছিত শব্দ যা কবি হৃদয়ে
চাইলেই তুমি নিভৃতে করিতে পারো সংহার,
আবার মূল্যবোধে সকল সীমানা পেড়িয়ে
ভন্ড বাবার দল - যৌনতায় মগ্ন পিচাশের সঙ্গ হতে ।


সাত জনমের সম্পর্কের কথা
ফুসফুস ভরা জমে থাকা ব্যাথা
কত শত রজনী কাটছে আচর -দোয়াত কলম হাতে ।


প্রোয়জন নেই অমরত্বের - শুধু বেচে থাকতে ইচ্চ্হে হয়
সহস্র ক্যামেরার ঝলকানিতে নয়
শুধুই বেচে থাকতে ইচ্ছে হয় আবার ।