আমার চিন্তন হলো নদীর ধারার মতো,
অজস্র ও অনির্দিষ্ট অথচ অবিরাম,
আকাশের চাঁদের মতো অচিনপুরের স্নিগ্ধতায়,
ভাবনা হীন অবিশ্রান্ত ঝরনায় জন্ম হয় ।


আমার কবিতা বিষয়ের সীমানাও ছাড়ে,
শব্দের ছোঁয়া রেখে পথ চলে,
আবারও আবার ফিরে দেখতে এলে,
অনন্ত সময় হয়ে ফিরে আসি আমি।


আমার কবিতা একটি স্যাম্যের দৃষ্টিভঙ্গি,
বিশ্বের সীমার বাইরে যদি রচিত হতে পারে,
আমি দেখতে চাই যা সকলে দেখতে পাচ্ছে না।


আমার কবিতা হলো আত্মার সাথে যোগাযোগে,
এক নির্বোধ জগত বোধ হতে পারে তোমারও ,
আমিও দেখতে চাই না কবি বলে নিজেকে বোধ হয়।