পারলে, এখনিই তুমি!
মুখ ফিরিয়ে নিতে পারো।
নদীর মোহনাতে যেমন,
খেলা চলে অবিরত!
জোয়ারে নোনা জল ঢোকে
ঝর্না থেকে নেমে আসা নদীর বুকেও!
আমি ফিরে আসতে পারি!
ঠিক তেমনই প্রতিনিয়ত।


জরায়ুর পথ বেয়ে, তুমিও
দেহতত্ব আর মনের মানুষ!
ত্রিবেণী সঙ্গম-নারীর জীবনে,
আমায় বেঁধে রাখে-অপরিণত মন!
জননী আর কন্যার মিছিলে
পুড়ে যায় পুরুষত্ব মন।